কালিহাতীতে নাতনীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৮ পিএম, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ | ৩৭৯
টাঙ্গাইলের কালিহাতীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বাগুটিয়া থেকে তাকে আটক করা হয়। শিশুটি সম্পর্কে ইদ্রিস আলীর নাতনী।
 
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি ) বিকেলে শিশুটি ইদ্রিস আলী মন্ডলের বাড়ির উঠোনে খেলতে যায়। একপর্যায়ে চকলেট দেয়ার কথা বলে শিশুটিকে নিজ ঘরের ভিতরে নিয়ে যায় ইদ্রিস আলী। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুরু করলে শিশুটিকে ছেড়ে দেন ইদ্রিস আলী। এ ঘটনা কাওকে যেন না বলেন সেজন্য শিশুটির হাতে দশটা টাকা ধরিয়ে দেন।
শিশুটি বাড়িতে গিয়ে মা ও বাবার কাছে পুরো ঘটনা খুলে বলে। শিশুটির বাবা-মা স্থানীয় মাতাব্বরদের কাছে ইদ্রিস আলীর বিচার দাবি করেন। আজ কাল করতে করতে বাগুটিয়া মধ্যপাড়া স্থানীয় বাছেদ মাতাব্বরের বাড়িতে রবিবার বিকেলে  সালিশের আয়োজন করা হয়। সালিশ থেকে সর্বসম্মিতিক্রমে তের জনের একটি জুরিবোর্ড গঠন করা হয়। জুরিবোর্ডে ইদ্রিস আলীকে এক লাখ টাকা জরিমানা ও মুখে জুতা মেড়ে দশ বার উঠবস সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত মাতাব্বররা তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পাড়ায় শিশুটির বাবা ওইদিন রাতেই থানায় গিয়ে অভিযোগ করেন। তাৎক্ষণিক কালিহাতী থানার উপপরিদর্শক মাহাবুবুল ঘটনাস্থলে পৌঁছে ইদ্রিস আলীকে আটক করেন।
 
শিশুটির বাবা বলেন, ঘটনাটি স্থানীয় মাতাব্বরদে জানানোর পর তারা সালিশের মাধ্যমে মিমাংসার আয়োজন করেন। কিন্ত অভিযুক্ত ও তার পরিবার সদস্যরা কোন সাড়া দেননি। তিনি অভিযোগ করে বলেন, ইদ্রিস আলীকে পুলিশ গ্রেফতার করার পর ঘটনাটি রফাদফা করার জন্য তার পরিবারের পক্ষ থেকে আমার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে।
 
এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মনির বলেন, ইদ্রিস আলীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতেই তাকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।