আন্তঃ হাউজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে টিনিউজ চ্যাম্পিয়ন


টিনিউজ টি-২০ আন্তঃ হাউজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে টিনিউজ ক্রিকেট দল ১৩ রানে কারক নিউজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে অনলাইন পোর্টাল টিনিউজ আয়োজিত টিনিউজ টি-২০ আন্তঃ হাউজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দিতাপূর্ন ফাইনাল খেলা শেষে টিনিউজবিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক সোলায়মান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, দপ্তর ও প্রকাশনা সম্পাদক অরণ্য ইমতিয়াজ ও টুর্নামেন্টের সদস সচিব ইফতেখারুল অনুপম।
খেলায় টস জয়ী টিনিউজ ক্রিকেট প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করে। দলের পক্ষে এম কবির সর্বোচ্চ ৪৭ রান করে।
এছাড়া ইফতেখারুল অনুপম ২৩, মাসুদ আব্দুল্লাহ ১৯ রান করে। বোলিংয়ে কারক নিউজের পক্ষে শোভন দাস ১৭ রানে ৩টি উইকেট দখল করে।
জবাবে কারক নিউজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান করলে ১৩ রানে পরাজিত হয়। দলের পক্ষে পারভেজ হাসান সর্বোচ্চ ২৩ ও রফিক আনসার ২০ রান করে।
বোলিংয়ে বিজয়ী দলের এম কবির ১৩ রানে ৪টি উইকেট দখল করে। খেলায় ৪৭ রান ও ৪টি উইকেট দখল করে এম কবির ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
দৈনিক মজলুমের কন্ঠ হাউজের আবু সাঈদ ম্যান অব দ্যা সিরিজসহ সর্বোচ্চ রান (১০৯) ও সর্বোচ্চ উইকেট ৭টি দখল ৩টি পুরষ্কার অর্জন করে।