একুশে ফেব্রুয়ারিতে বিএনপি নেতা খন্দকার হাবিবের শ্রদ্ধা


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারিতে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট খন্দকার আহসান হাবীব শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- এডভোকেট জহুরুল ইসলাম, এডভোকেট শাহীন মিয়া, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট জাহাঙ্গীর হোসেন, বিএনপি’র সাবেক নেতা বাবুল খান, শাহালম মিয়া, খন্দকার শাহ ফরিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
টাঙ্গাইল পৌরসভার জনপ্রিয় সাবেক কাউন্সিলর খন্দকার আহসান হাবীব বর্তমানে ঢাকায় আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আপনাদের সাথে ছিলাম, আছি ও থাকবো।