আগামীকাল ফাইনালে মুখোমুখি কারক ও টিনিউজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ | ৫৭২

সাংবাদিকদের টি-২০ আন্তঃ হাউজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের  ফাইনালে মুখোমুখি হচ্ছে কারক নিউজ ও টিনিউজ। আগামীকাল শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে টাঙ্গাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। যদিও গ্রুপ পর্বে দু’দলের প্রথম সাক্ষাতে জয়লাভ করেছিলো কারক নিউজ। গ্রুপে পরাজয়ের জবাব ফাইনালে দিতে চায় টিনিউজ। প্রতিশোধের পাশাপাশি শিরোপাও জয়লাভের আশা। কারক নিউজ ফাইনালে হারিয়ে শিরোপাও ঘরে তুলতে মরিয়া।

২১ ফেব্রুয়ারী হতে ২৩ ফেব্রয়ারী ছিল গ্রুপ পর্বের ছয়টি খেলা। এর মধ্যে একটি খেলা ওয়াকওভারে নিষ্পত্তিতে হলেও বাকী ৫টি খেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে উদ্বোধনী ম্যাচে কারক নিউজ ২ উইকেট দৈনিক মজলুমের কন্ঠকে পরাজিত করে।

দিনের দ্বিতীয় ম্যাচে সাপ্তাহিক জাহাজমারা আলোর স্বল্পতায় খেলা ছেড়ে দেয়। রানরেটে ৪৫ রানে জয়ী হয় টিনিউজ।

দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে দৈনিক মজলুমের কন্ঠ ৪৬ রানে সাপ্তাহিক জাহাজমারাকে পরাজিত করে।  দিনের দ্বিতীয় আকর্ষনীয় ম্যাচে শেষ ওভারে গিয়ে কারক নিউজ ৬ উইকেটে টিনিউজকে হারিয়ে জয়লাভ করে।

তৃতীয় দিনে ২৩ ফেব্রুয়ারী  সকালের ম্যাচে সাপ্তাহিক জাহাজমারার অনুপস্থিতিতে কারক নিউজ ওয়াকওভার পায়। গ্রুপের সর্বশেষ সেমিফাইনাল ম্যাচে টস জয়ী টিনিউজ ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রান করে। দলের পক্ষে মাসুদ আব্দুল্লাহ সর্বোচ্চ ৬০ ও কাজল আর্য ৫২ রান করে।  

জবাবে দৈনিক মজলুমের কন্ঠ ক্রিকেট দল ১৯.১ ওভারে ১৫৮ রান করে ৩৪ রানে পরাজিত হয়। দলের পক্ষে আবু সাঈদ সর্বোচ্চ ৪৭ রান করে। এছাড়া সীমান্ত ২৮ ও এরশাদ ২৫ রান করে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান দৈনিক মজলুমের কন্ঠের অলরাউন্ডার আবু সাঈদের তিন ম্যাচে (১০৯) । টিনিউজের  ইফতেখারুল অনুপম ও কাজল আর্য  উভয়ই ৭৭ রান করে দ্বিতীয় অবস্থানে আছে। বোলিংয়ে আবু সাঈদ দৈনিক মজলুমের কন্ঠের আবু সাঈদ ৭ উইকেট। এরপর টিনিউজের মীর শামউদ্দিন সায়েম ৫টি, কারক নিউজের শামীম আল মামুন ও মাসুদ রানা উভয়ে ৪টি ও শোভন দাস ৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের দৌড়ে এগিয়ে আছে।