টিনিউজ টি-২০ আন্তঃ হাউজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২

দৈনিক মজলুমের কন্ঠ ও কারক নিউজের জয়লাভ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ০৭:২৭ পিএম, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২ | ৪২৯

দ্বিতীয় দিনেও শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে কারক নিউজ ক্রিকেট দল ৪ উইকেটে টিনিউজ ক্রিকেট দলকে এবং দৈনিক মজলুমের  কন্ঠ ক্রিকেট দল ৪৬ রানে সাপ্তাহিক জাহাজমারা ক্রিকেট দলকে হারিয়ে জয়লাভ করেছে।

২২  ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে দিনের প্রথম ম্যাচে দৈনিক মজলুমের কন্ঠ টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে কার্টেল ওভার ম্যাচে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান করে।

দলের পক্ষে আবু সাঈদ সর্বোচ্চ ৩৪, এরশাদুল ২৫, মোজাম্মেল হক ১৪ ও সীমান্ত অপরাজিত ১০ রান করে। বোলিংয়ে বিজিত দলের আতিকুর ১৪ রানে ২টি এবং রাশেদ খান ও রনি ১টি করে উইকেট দখল করে। জবাবে সাপ্তাহিক জাহাজমারা ক্রিকেট দল ১৫.৩ ওভারে ৭২ রানে অলআউট হলে ৪৬ রানে পরাজিত হয়।

দলের পক্ষে তোফায়েল আহমেদ রনি সর্বোচ্চ ১৭ রান ও রাশেদ খান ১৪ রান করে।

বোলিংয়ে বিজয়ী দৈনিক মজলুমের কন্ঠ ক্রিকেট দলের পক্ষে আবু সাঈদ ১১ রানে ৪টি উইকেট এবং এরশাদুল ২টি উইকেট দখল করে।  খেলায় আবু সাঈদ ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়।

দিনের দ্বিতীয় খেলায় টস জয়ী টিনিউজ ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত   ২০ ওভারে উইকেট হারিয়ে ১২৭ রান করে।

দলের পক্ষে জাহিদ সর্বোচ্চ ৩০, মাসুদ আব্দুল্লাহ ও  কাজল আর্য উভয়ে ১৭ রান করে। বোলিংয়ে বিজয়ী কারক নিউজের পক্ষে  শোভন ১৭ রানে ৩টি  ও শামীম আল  মামুন ১৪ রানে ২টি উইকেট দখল করে।

জবাবে কারক নিউজ ক্রিকেট দল ১৯.৪ ওভারে ১২৯ রান করে জয়লাভ করে।

দলের পক্ষে সজিব সর্বোচ্চ ৪৫, শোভন দাস ১৭, শামীম আল মামুন ১৫ ও পারভেজ হাসান অপরাজিত ১৩ রান করে।

বোলিংয়ে বিজিত দলের পক্ষে ইফতেখারুল অনুপম, এম কবির ও সায়েম প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে। বিজয়ী দলের সজিব ম্যান অব ম্যান নির্বাচিত হয়।

খেলায় আম্পায়ার ছিলেন মির্জা মাসুদুর রহমান খোকন ও স্বপন দত্ত এবং স্কোরার ছিলেন শামীম আল মামুন।

আগামীকালের খেলা  সাপ্তাহিক জাহাজমারা বনাম কারক নিউজ সকাল ৯.৩০ টা এবং দৈনিক মজলুমের কন্ঠ বনাম টিউজ ম্যাচ দুপুর ২টায়।