মির্জাপুরে আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে সাংসদের কম্বল বিতরণ


টাঙ্গাইলের মির্জাপুরে আশ্রয়ণ কেন্দ্রের ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের মধ্যে কম্বল বিতরণ করেছেন স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ। মঙ্গলবার সন্ধায় উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা আশ্রয়ন কেন্দ্রে তিনি এই কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর, প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আশ্রয়ন কেন্দ্রের ১০২জন বাসিন্ধার মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।