ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে ঠাকুরগাঁও প্রসাশক কার্যালয় হতে এক র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে (অডিউটোরিয়াম) বিডি হলে গিয়ে শেষ হয়।উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল,জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৈমুর রহমান, বিআরটিএ এর সহকারী পরিচালক ফারুক আলমসহ আরো অনেকে।
র্যালী শেষে অডিউটোরিয়াম (বিডি হল) এ দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।