বাসাইলে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের শপথ

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ | ৩৬৬

টাঙ্গাইলের বাসাইল উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও বাসাইল উপজেলা মিলনায়তনে সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আল মামুন, সামছুল আলম বিজু, খোরশেদ আলম, আতাউল গনী হাবিব ও ৩৬ জন সাধারন এবং ১২ জন সংরক্ষিত নারী আসনের সদস্যকে শপথ পাঠ করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিয়ান নূরেন, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা রহিম আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়, রিটার্নিং কর্মকর্তা বাবুল হাসান, আওয়ামীলীগ নেতা সোহানুর রহমান সোহেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা নবনির্বাচিত জনপ্রতিনিধিদের স্ব-স্ব ইউনিয়নের উন্নয়ন এবং ইউনিয়নবাসীর সেবায় আত্মনিয়োগ করে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেয়া এবং জনগণের সুখ, দুঃখে পাশে থাকার আহবান জানান।