সখীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ | ৪৬৬

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম হাসান (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কের দক্ষিণ ঘোনারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য বাদল মিয়া এতথ্যটি নিশ্চিত করেছেন। নিহত নাঈম কচুয়া পূর্বপাড়া গ্রামের বিশা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাঈম মোটরসাইকেলযোগে কচুয়া বাজারে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলটি ঘোনারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী নাঈমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।