মির্জাপুরে আন্তঃ স্কুল নারী প্রীতি ফুটবল টুর্নামেন্ট


টাঙ্গাইলের মির্জাপুরে আন্তস্কুল নারী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।রোববার মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল টুর্নামেন্টে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৭-৬ গোলে সাটিয়াচোরা শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা গোল শুন্য ভাবে অমিমাংশিত হলে টাইব্রেকারের মাধ্যমে মিমাংশা হয়।
খেলা শেষে মির্জাপুর সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
এসময উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হযরত আলী মিঞা, শহীদুর রহমান সিদ্দিকী, প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক আলেয়া বেগম প্রমুখ।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ ) সহায়তায় মির্জাপুরের বেসরকারী সংস্থা বাসা এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।