মির্জাপুরে মাস্ক না পড়ায় ৯ জনকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১১ পিএম, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ | ৪৯২

টাঙ্গাইলের মির্জাপুরে স্বাস্থ্য বিধি প্রতিপালনে উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক না পড়ায় ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে মির্জাপুর বাজারের বিভিন্ন স্থানে অভিযানকালে এই জরিানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। জানা গেছে, দেশের বিভিন্ন এলাকার ন্যায় মির্জাপুরেও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে শনিবার দুপুরে বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় মাস্ক না পড়ার অপরাধে ৯ জনকে ৯৫০ টাকা জরিানা করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পড়ে ঘরের বাইরে যেতে মির্জাপুর বাজারের বিভিন্ন রাস্তায় মাইকিং করে আহবান জানানো হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।