ধনবাড়ীর বীরতারায় জমি বেদখলের চেষ্টা!

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৯ পিএম, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ | ৪১৮

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক অসহায় পরিবারের জমি বেদখল করার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

জানাযায়, ধনবাড়ী উপজেলার ১নং বীরতারা ইউনিয়নের বীরতারা(খাড়াপাড়া)গ্রামে মৃত উসমান আলীর ছেলে আলাল উদ্দিনের ৩ বিঘা জমি বেদখল করার অভিযোগ উঠেছে তার বড় ভাই হেলাল উদ্দিনের বিরুদ্ধে। জমির

মালিক আলাল উদ্দিন জানান, তার বড় ভাই হেলাল উদ্দিন হেলো দীর্ঘদিন যাবত আমার বাড়ীর চড়া ক্ষেতের সকল জমি বেদখল করার জন্য পায়তারা করে আসছে। মাঝে মধ্যেই হেলাল ও তার ছেলে ওবায়দুল ইসলাম ও শহীদুল  এরা সকলে মিলে মারতে আসে। হেলাল তার ছেলেরা এর আগেও মেরে মাথা ফাটিয়ে ও হাত ভেঙ্গে দিয়েছিলো। পরে সালিশ বৈঠকে তা আপোষ মীমাংসা হয়। পরে আবারো জমি বেদখল করতে যায় বাধা দিলে আমি ও আমার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। এতে আমার স্ত্রী তার কিছুদিন পরে অসুস্থবস্থায় মারা যায়। গত কয়েকদিন আগেও রাম দা, সাবল ও বাঁশের লাঠি দিয়ে আমাকে  বেধড়ক পিটিয়েছে। বর্তমানে আমাকে মেরেফেলার হুমিকি দিচ্ছে। আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি থানায় মামলা দায়ের করব। আমি প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী করছি। ভোক্তভূগী আলালের  মেয়ে আলপনা, কনিকা ও মনিকা এরা কন্নাজড়িত কন্ঠে  এই প্রতিবেদকে জানায়, আমার বাবার কোন ছেলে নাই আমরা শুধু ৩ জন বোন। তাই হেলাল ও তার পরিবারের লোকজন আমাদের সকল সম্পত্তি বেদখল করে নিতে চায়। আর মাঝে মধ্যেই হুমকি দেয় আমার বাবাক মেরে লাশ গুম করে ফেলবে। এর আগেও বহুবার স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা সালিশ বৈঠক করেছেন কিন্তু তিনি কোন সাািলশ বৈঠক মানেন না। গত কয়েকদিন আগেও আমার বাবাকে মারছে এখন আবার হুমকি দিচ্ছে মেরে লাশ গুম করে ফেলবে। আমরা মামলার প্রস্ততি নিচ্ছি । প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।

এবিষয়ে হেলাল উদ্দিন হেলোর বাড়ীতে এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে হেলো সাংবাদিকের পরিচয় শুনে বলেন, এটি আমাদের ভাইদের ব্যাপার এটা আমি বুঝব বলে আর কোন কথা বলেননি।  

এঘটনায় বীরতারা(খাড়াপাড়া)গ্রামের ছলিম উদ্দিন ও ছামু সহ আরো অরেনকে জানান, হেলাল একজন দুষ্ট প্রকৃতির লোক। আলালের জমি বেদখলের জন্য ওঠে পড়ে লেগেছে। তাই আলাল কে মাঝে মধ্যেই মারপিট করে। শুধু তাই নয় জমি বিক্রি করে আবার সেই জমি বেদখল করতে চেয়েছিলো জমির বর্তমান মালিক মানু ও তার স্ত্রী মলিদা বাদী হয়ে হেলাল কে আসামী করে টাঙ্গাইল কোর্টে একটি মামলা দায়ের করেন।

এব্যাপারে স্থানীয় সাবেক ইডউপি সদস্য আনোয়ার হোসেন জানান, বহুবার সালিশ করেছি হেলাল সালিশের মুহুর্তে মানে পরে আর সালিশের গ্রাম্য বিচার মানে না। আলাল নীরহ প্রকৃতির লোক ওর কোন ছেলে সন্তান না থাকায় ওর সম্পত্তির হেলালের লোভ পড়েছে। মাঝে মধ্যেই আালালকে মারপিট করে হেলাল । হেলাল উদ্দিন হেলোর উপযুক্ত বিচার হওয়া উচিৎ সেই সঙ্গে এই ঘটনার সুষ্ঠ সমাধান হওয়া দরকার।