টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার(৪ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন এলাকার ছাত্রলীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়।
সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
এসময় আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আ’লীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এমএ রৌফ, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ।
পরে প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা টাঙ্গাইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।