জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:২২ পিএম, শনিবার, ১ জানুয়ারী ২০২২ | ৫৩৬

শ্রদ্ধা নিবেদন শেষে সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে বেলা ১২টা ১০ মিনিটে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে নতুন দায়িত্বের শপথ নেন তিনি। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিতি ছিলেন।