২১তম প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান শপথ নেবেন ১৮ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, শনিবার, ১১ আগস্ট ২০১৮ | ৪০৯

পাকিস্তানের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে ১৮ আগস্ট শপথ নেবেন তেহরিক ই-ইনসাফ প্রধান ইমরান খান। শুক্রবার (১০ আগস্ট) তার দল পিটিআই'র মুখপাত্র ফাওয়াদ চৌধুরী এ তথ্য জানান।

এর আগে, জাতীয় পরিষদের স্পিকার জানিয়েছিলেন, নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের সঙ্গেই ১৩ আগস্ট শপথ নেবেন ইমরান খান। ১৬ আগস্টের মধ্যে নতুন স্পিকারদের শপথ নেওয়ার কথা। এদিকে, জাতীয় পরিষদের স্পিকার হিসেবে আসাদ কায়সারের নাম ঘোষণা করেছে পিটিআই। এছাড়া, দলটির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পাঞ্জাবের গভর্নর এবং প্রাদেশিক পরিষদের স্পিকার হিসেবে চৌধুরী সরওয়ার এবং চৌধুরী পারভেজের নাম ঘোষণা করা হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে এখনো কারো নাম ঘোষণা করেনি দলটি।

২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ১১৬ আসন দখল করে একক সংখ্যাগরিষ্ঠতা পায় তেহরিক-ই ইনসাফ। পরে স্বতন্ত্র প্রার্থী এবং ছোট কয়েকটি দলের সঙ্গে জোট করার মাধ্যমে সরকার গঠনের প্রয়োজনীয় আসন নিশ্চিত করে এখন রাষ্ট্র পরিচালনার অপেক্ষায় ইমরান খান।