দাইন্যার পরাজিত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন


নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে টাঙ্গাইলের সদর উপজেলার দাইন্যা ইউপি'র পরাজিত ও বর্তমান চেয়ারম্যান লাভলু মিয়া লাবু সংবাদ সম্মেলন করেছেন ।
বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামের সংবাদ সম্মেলন করেন তারা। সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী আফজাল হোসেনের কাছে পরাজিত হন। নির্বাচনে জয়লাভ করেই আফজাল হোসেন ও তার বাহিনী এলাকায় চাঁদা দাবি, লাবলু মিয়ার কর্মী-সমর্থকদের ঘরবাড়ি ভাংচুর সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছেন।
গত ২৬ ডিসেম্বর লাবলু মিয়ার কর্মী ফতেপুর গ্রামের আব্দুল মালেক, মিথিল, আজাহার উদ্দিন, আলিশাকান্দা গ্রামের আব্দুল হাকিম, ইউনুস আলী, আব্দুল মানিককে আফজাল হোসেনের সন্ত্রাসী বাহিনী পিটিয়ে গুরুতর আহত করে। তাদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ফতেপুর, আলিশাকান্দা, বিন্যাফৈর ও চারাবাড়ি গ্রামে তার কর্মী-সমর্থকরা বাড়িতে থাকতে পারছে না। দাইন্যা ইউনিয়নে সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন লাবলু মিয়া লাবু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাইন্যা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল লতিফ, গিয়াস, আনোয়ার, রফিকুল, আব্দুল লতিফসহ গ্রাম ছাড়া বেশ কয়েকজন কর্মী সমর্থক।