ভূঞাপুরে সংখ্যালঘু বাড়ি জবরদখলের অভিযোগ 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০২ পিএম, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ | ৪৮৪
টাঙ্গাইলের ভূঞাপুরে সংখ্যালঘুর বাড়ির জমি জবরদখল, হামলা ও ভাঙচুর করার অভিযোগ ওঠেছে। সম্প্রতি গত মাসের ২১ নভোম্বর সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের পালপাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ মজুমদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই জমি বিরোধ সমাধান ও শান্তি চেয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জগদীশ মজুমদার।
 
লিখিত অভিযোগে বলা হয়েছে- গত ২১ নভেম্বর সকালে পাশের বাড়ির আসতুল্লা শেখের ছেলে মো. রশিদ শেখ ও দলবল নিয়ে আকষ্মিকভাবে বাড়িতে ভাঙচুর চালিয়ে বাড়ির জমি দখল করেন। ভাঙচুরের সময় তার ছেলের বউসহ স্বজনরা বাধা প্রদান করলে নির্যাতনের স্বীকার হন। লিখিত অভিযোগ আরও বলা হয়েছে- বেদখলকৃত জমি উদ্ধারসহ শান্তির লক্ষ্যে সুবিচার পাওয়ার জোর দাবিও করা হয়েছে। 
 
ভুক্তভোগী জগদীশ মজুমদার বলেন- দীর্ঘুদিন ধরে পাশের বাড়ির রশিদের সাথে আমার বাপ-দাদার পৈতিক সম্পতি নিয়ে বিরোধ চলে আসছে। যখন আমরা জমি ছেড়ে দিতে বলেছি তখনি তারা অস্বীকার করেছে। শুধু নয়, আমার ওই বাড়িতে প্রবেশের রাস্তাও টিনের বেড়া দিয়ে আটকিয়ে দিয়ে অবৈধভাবে জবরদখল করেছিল রশিদ। এ নিয়ে মারামারিও করেছেন আমাদের সঙ্গে। তাদের সন্ত্রাসী দলবল নিয়ে আমাদের উপর অত্যাচারও করেন রশিদের দলবল।
 
এ ঘটনায় আব্দুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি। এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব জানান, ভুক্তভোগীর অভিযোগের পর বাড়িতে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।