কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
 
												 
																			গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে উজ্জ্বল (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ইমান আলী বস্ক নামে অপর একজন নির্মাণ শ্রমিক।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার গোথিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। আহত ইমান আলী বস্ক নিশ্চিন্তপুর গ্রামের দিদার বস্কের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর এলাকায় একটি বাসার নির্মাণ কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এমন সময় অসতর্কভাবে একটি লোহার রড হাত থেকে পড়ে বিদ্যুতের তারের স্পর্শে আসে। এতে বিদুৎস্পৃষ্টে ঝঁলসে উজ্জ্বল নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরো একজন শ্রমিক। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর পূর্বে এলাকাবাসী আহত ইমানকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে পাঠায়।
মৌচাক ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
								 
                         
 
             
            