গোপালপুরে ৪ সার ব্যবসায়ীকে অর্থদন্ড

গোপালপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩১ পিএম, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ | ৪৭৭

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা বাজার এলাকায়, বি এ ডি সি সার সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় চার সার ব্যবসায়ীকে চারটি মামলায়, ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

বৃহস্পতিবার  (২৩ ডিসেম্বর) সকালে, গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক, এসময় সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম।