মির্জাপুরে অটো চালককের গলা কাটা লাশ উদ্ধার


টাঙ্গাইলের মির্জাপুরে গোলাম রাব্বি (২৪) নামে ব্যাটারি চালিত অটোরিকশা চালককে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম পশ্চিমপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গোলাম রাব্বি উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের মোকলেছ দেওয়ানোর ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে অপরিচিত তিন যুবক পাকুল্যা থেকে অটোরিকসা ভাড়ার কথা বলে নিয়ে আসে। পরে তাকে হত্যার পর মরদেহ ভাতগ্রাম এলাকায় রাস্তার পাশে ফেলে অটো নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে বুধবার সকালে মির্জাপুর থানা পুলিশ ওই স্থান থেকে রাব্বির মরদেহ উদ্ধার করেছে।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক এসআই মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। মামলার প্রস্তুতি চলছে।