নৌকার মিছিলে হাজার হাজার নারী

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৪ পিএম, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | ৪৩৭
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসন চকদারকে বিজয়ী করার লক্ষে হাজার হাজার মহিলা আ'লীগের নেত্রী-সমর্থকরা নৌকা প্রতীকের ভোট চেয়ে প্রচারণা মিছিল করেছে গোবিন্দাসী ইউনিয়ন মহিলা আ'লীগ।
বুধবার দুপুরে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভার আয়োজন করা হয়। এ পথসভায় যোগদান করতে ৯ ওয়ার্ডের নেত্রী-সমর্থকরা দলে দলে নৌকার ভোট চেয়ে মিছিল নিয়ে সমবেত হোন স্কুল মাঠে। পরে হাজার হাজার মহিলা আ'লীগের নেত্রী-সমর্থকদের উপস্থিততে পথসভায় বক্তব্য রাখেন- নৌকার চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন চকদার।
 
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তরা আগামী ২৬ ডিসেম্বর নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে সকলে ঐক্য হয়ে কাজ করার আহ্বান জানান নেতা-কর্মীদের। এছাড়াও ভোটারদের কাছেও ভোট প্রার্থনা করেন।