মধুপুরে প্রাচীণ ঐতিহ্যের ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত


২০ জানুয়ারী শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের আকাশী গ্রামে হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যের গ্রাম বাংলার ঘোড় দৌড় প্রতিযোগিতা ধরে রাখতে নতুন প্রজম্মকে জানান দিতে ও গ্রাম বাংলার মানুষ কে খানিক টা আনন্দ দিতে আকাশী বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আব্দুল বারী বাবু’র উদ্যেগে এ প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হয়েছে।
আকাশী ও দামপাড়া গ্রামের মধ্যস্থলে বিশাল ময়দানে এ ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ১৫ দিনব্যাপী ১০ম বিশাল ঘোড় দৌড় প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান এস.এম নুরুল আলম রেজভী। প্রায় ৫০ হাজার নারী পুরুষ সু-শৃঙ্খলভাবে সানন্দে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা উপভোগ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. আঃ বারী বাবুল এর সভাপতিত্বে উক্ত ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর- ধনবাড়ী আসনের সংসদ সাবেক খাদ্য মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিড়িয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন, পিপিএম পুলিশ সুপার মো. মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, এক্সিকিউটিব ডিরেক্টর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিঃ এস.এম জাহিদ হাসান, পৌর মেয়র মো. মাসুদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি সিদ্দিক হোসেন খান,গাজী টিভির নির্বাহী প্রযোজক ড. বায়োজিত মোড়ল প্রমুখ।
এ ঘোড় দৌড় প্রতিযোগীতায় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ টি ঘোড়া অংশ গ্রহন করেন। পরে বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনের তত্বাবধানে ছিলেন গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু মোহসীনুল কবীর। উক্ত ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান টি স্থানীয় ও টাঙ্গাইল,মধুপুর,ধনবাড়ী, জামালপুর,সরিষাবাড়ী সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে ঘোড়া’র সওয়ারীরা অংশ নেয় ।