নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আপিল আবেদন খারিজ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪১ পিএম, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | ৩৮১

টাঙ্গাইলের মির্জাপুরে উয়ার্শী ইউপি নির্বাচনে ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহাবুব আলম মল্লিকের মনোনয়নপত্র বাতিলের আপিল আবেদন খারিজ হয়েছে।

শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসানের  কার্যালয়ে শুনানি শেষে আপিল আবেদন খারিজ হয় বলে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১২ ডিসেম্বর উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছ্ইা অনুষ্ঠিত হয়। ওইদিন ঋণ খেলাপির দায়ে উয়ার্শী ইউপিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহাবুব আলম মল্লিকের মনোনয়পত্র বাতিল হয়। এই বাতিলের বিরুদ্ধে মাহাবুব আলম মল্লিক জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল করেন।

শনিবার আপিলের শুনানি শেষে আপিল আবেদন খারিজ করা হয় বলে জানা গেছে। এব্যাপারে মাহাবুব মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।