টাঙ্গাইলে ৫২ কেজি গাঁজা সহ দুই বিক্রেতা গ্রেপ্তার

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের রাবনা বাইপাসে শনিবার(১৮ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা সহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় একটি কার্গো সার্ভিস কাভার্ডভ্যানও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর ডাক্তার গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. নুর নবী (৩৫) ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দেইলাবাজার গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম(১৮)।
র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল র্যাব সদস্য টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে অভিযান চালায়। অভিযানে ৫২ কেজি গাঁজা সহ নুরনবী ও আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৭ লাখ ২৮ হাজার টাকা। এ সময় গাঁজা বহনকারী একটি কার্গো সার্ভিস কাভার্ডভ্যান, নগদ চার হাজার ৪০০ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। তাদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।