বাসাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ | ৩৫৮

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভির্য্যরে মধ্য দিয়ে টাঙ্গাইলের বাসাইলে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, বিভিন্ন রাজনৈতিক দল, বাসাইল প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাসাইল কেন্দ্রীয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল সখীপুর) আসনের সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, সিঃ সহকারী সচিব আমিন শরিফ সুপন প্রমুখ।