টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


টাঙ্গাইল যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা সদর শহীদ বেদীতে প্রথমে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এর পর জেলা পুলিশের পক্ষে পুুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।