ভূঞাপুরে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫২ পিএম, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ | ৪২২

টাঙ্গাইলের ভূঞাপুরে জরুরী রোগীবাহী এ্যাম্বুলেন্সের ভিডিও ধারণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনন্দ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, ভূঞপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রানমাণিক, সম্পাদক আব্দুর রাজ্জাক, ভূঞাপুর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মজিদ মিঞা, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সৈয়দ মাসুদুল হক টুকু, ঘাটাইল প্রেসক্লাবের সদস্য গোলাম মোস্তফা ও আবু শোয়েব ডন।

মানববন্ধনে বক্তারা ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহীউদ্দন আহমেদকে ভূঞাপুর থেকে দ্রুত অপসারণের দাবি জানান।প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বিকেলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নির্বাচনী সহিংসতায় আহত রোগীরা চিকিৎসা নিতে আসেন। এমন তথ্যমতে আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন তার পেশাগত দ্বায়িত্ব পালনে হাসপাতালে জান। পরে মূমূর্ষ একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ মূমূর্ষ ওই রোগীর সাথে একই এ্যাম্বুলেন্সে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করে। পরে মূমূর্ষ ওই রোগীকে এ্যাম্বুলেন্সে উঠানোর ভিডিও করতে গেলে ডা. মহীউদ্দিন সাংবাদিক শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ক্যামেরা ছিনিয়ে নিতে ব্যর্থ হলে তাকে প্রকাশ্যে জনসম্মুখে শারীরিকভাবে লাঞ্ছিতসহ অকথ্য ভাষায় গালাগালি করেন। এর প্রতিবাদে ডা. মহিউদ্দিনের অপসারনের দাবিতে মানববন্ধন করে ভূঞাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।