টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

হাফিজুর রহমান. টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৬ এএম, শনিবার, ৩০ জুন ২০১৮ | ৫৮৮

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে ও বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনে মেয়র পদে তিন জন প্রতিদ্বন্দিতা করছেন।

তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বিএনপির এনামুল করিম অটল ও কৃষক শ্রমিক জনতালীগের রাহাত হাসান টিপু। আওয়ামী লীগ, বিএনপি ও কৃষকশ্রমিক জনতালীগের তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন নির্বাচন বিশ্লেষকরা।

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবেই নির্বাচন শেষ করতে পারবো।’ এ নির্বাচনে ১০টি কেন্দ্রে ৮ হাজার ৪৭৫ জন নারী, ৭ হাজার ৯২৫জন পুরুষসহ মোট ভোটার ১৬ হাজার ৪০০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

এদিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা রাক্ষার্থে নির্বাচনি এলাকার ভোট কেন্দ্রেগুলোতে ২২ জন করে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

এছাড়াও কেন্দ্রগুলোতে রয়েছে পর্যাপ্ত তদারকি কর্মকর্তা। পাঁচটি মোবাইল টিম, নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চারটি স্ট্রাইকিং টিম ও সাদা পোশাকধারী ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

অপর দিকে ভোটার তালিকায় গড়মিল থাকায় টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ব্রাহ্মণপাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত থাকার পর পুনরায় চালু হয়েছে।

শনিবার সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। পরে পৌনে ১১টা থেকে ভোট গ্রহণ পুনারায় শুরু হয়েছে। এ কেন্দ্রে এখন পর্যন্ত ১৮১ টি ভোট পড়েছে। এ কেন্দ্রের মোট ভোটর সংখ্যা ২২৭৫।

এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাজেদুল আলম বলেন, ‘ভোটার তালিকায় সমস্যা থাকায় ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছিল। এখন আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।