টাঙ্গাইলে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ পিএম, রোববার, ১২ ডিসেম্বর ২০২১ | ৪৭৭

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার (১২ ডিসেম্বর) পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মোনাজাত ইত্যাদি। 

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, প্রমুখ।