শুভকে ফুল দিয়ে বরণ করল পৌর আওয়মী লীগ

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ | ৫৪৭

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খান আহমেদ শুভকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে মির্জাপুর পৌর আওয়ামী লীগ। শনিবার বিকেল সাড়ে চারটায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এই বরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন হক, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম খান, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ।