আনাইতারা ইউপিতে নৌকার মাঝি হলেন যুবলীগ নেতা শরীফ
মির্জাপুরে নৌকার প্রার্থী পরিবর্তন


টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং আনাইতারা ইউনিয়নে জাহাাঙ্গীর আলমের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুবলীগ নেতা মীর শরীফ হোসেন।
বুধবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রের মধ্যেমে মীর শরীফের মনোনয়নের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড গত ৪ ডিসেম্বর উপজেলার আনাইতারা ইউপিতে দলের মনোনয়ন দেয় বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে।
চারদিন পর বুধবার (৮ ডিসেম্বর) তা পরিবর্তন করে দলের মনোনয়ন দেওয়া হয ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ হোসেনকে। মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু আনাইতারা ইউনিয়নে মীর শরীফ দলের মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছেন তাকে স্বাগত জানাই।