টাঙ্গাইলে ১৩০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৭৫ জন


টাঙ্গাইলে ১৩০ টাকায় পুলিশের চাকরি পেলো ৭৫ জন।ছেলে ৬৪ জন ও মেয়ে ১১ জন। চাকরি পেতে লাগবে মামা, চাচা প্রচলিত কথা থাকলেও উল্টো চিত্র টাঙ্গাইলে।
জেলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করেছিলো ৩ হাজার জন। ঘুষ - তদবির ছাড়াই বিভিন্ন ধাপের পরিক্ষায় উত্তীর্ণ ৭৫ জন এরা ১৩০ টাকার বিনিময়ে চাকরি হয়েছে।
শুক্রবার রাতে সকল পরিক্ষা শেষে উত্তীর্ণ দের তালিকা প্রকাশের পর জেলা পুলিশ লাইন্স মাঠে আবেগ ঘন পরিবেশ তৈরি হয়।
পুলিশের চাকরি পাওয়া গোপালপুর উপজেলার নান্দুটিয়ান গ্রামের কৃষক শফি ইসলামের মেয়ে তানিয়া ইসলাম বলেন আমি ১৩০ টাকায় চাকরি পাবো কখনো কল্পনাও করতে পারিনি।আমি চাকরি পেয়ে আমার পরিবারের জন্য অনেক উপুকার হয়েছে।এখন আমি পরিবারের পাশে দারাতে পারবো বাবাকে আর কষ্ট করতে হবেনা।
ভুয়াপুর উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুল বাছেদের ছেলে শিরাজুল ইসলাম বলেন আমার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী আমি চাকরি পেয়ে অনেক আনন্দিত।
জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন কনস্টেবল নিয়োগ পক্রিয়া স্বচ্ছ রাখতে সব প্রস্তুতি নিয়েছি এবং সততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে মাননীয় আইজিপি মহোদয়ের উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আমরা টাঙ্গাইল জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি। তিনি বলেন বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর টাঙ্গাইল জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ টাঙ্গাইল জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।