মেধাবী শিক্ষার্থী বাছাইয়ে মির্জাপুরে কুইজ প্রতিযোগিতায়

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১ পিএম, রোববার, ১২ ডিসেম্বর ২০২১ | ৫০৩

টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল ভিত্তিক মেধাবী শিক্ষার্থী বাছাইয়ে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শাহীন ক্যাডেট স্কুল মির্জাপুর শাখার উদ্যোগে কয়েক ধাপে শনিবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মির্জাপুর পৌর সদরের মোহাম্মদ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম  শ্রেণির অংশগ্রহণকারী ৩০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন সাদিকা আফরিন আদ্রিতা, দ্বিতীয় সাদমান হাফিজ সাদ, তৃতীয় তানজির আহম্মেদ অয়ন, চতুর্থ ওমর, পঞ্চম তানভীর আহমেদ, ষষ্ঠ রাকিবুল হাসান, সপ্তম জুই আক্তার, অষ্টম সিজান মিয়া, নবম দুর্জয় তাম্বুলী ও দশম তায়েবা আক্তার।

রোববার বিকেলে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ মিঞা, শাহীন ক্যাডেট স্কুল মির্জাপুর শাখার পরিচালক জহিরুল ইসলাম রানা এবং শাহ আলম মিয়া ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচালক শাহ আলম জানান, প্রতিযোগিতার মাধ্যমে স্কুল ভিত্তিক মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাডেট কলেজে ভর্তির প্রস্তুতিতে মেধাবী শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়া এ প্রতিযোগিতার উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।