ছাড়পত্র মিললেও ছয় রাজ্যে নিষিদ্ধ দীপিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮ | ৪৬৯


দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘পদ্মাবত’ নিয়ে টানাপোড়েন যেনো থামছেই না। শুটিং চলাকালীন সময় হতেই ছবিটি নিয়ে সমালোচনা চলেছে ভারতজুড়ে। হয়েছে বিদ্রোহও।

এর মুক্তি দেয়া নিয়ে একের পর এক বাঁধার সম্মুখীন হচ্ছে ‘পদ্মাবত’ টিম। তবে সবকিছুর অবসান ঘটিয়ে নাম পরিবর্তন ও দৃশ্য কর্তনের পর ছবিটির ছাড়পত্র দিয়েছে ভারতীয় সেন্সরবোর্ড। আর সে কারণে আগামী ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে ছবিটির শুভ মুক্তির দিন।

কিন্তু আবারও আদালতের দ্বারস্থ হলেন বানশালি। কারণ ছবির ছাড়পত্র পেলেও ছয়টি রাজ্য ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে আপিল করেছেন বানশালি। গুজরাট, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড ও হরিয়ানা রাজ্য পদ্মাবৎ মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ছবিটির ব্যবসায়িক সাফল্য অনেকাংশে নির্ভর করছে এই রাজ্যগুলোর উপর। তাই নিষেধাজ্ঞা শিথিলের আবেদন করেছেন বানশালি।