রান তাড়া করতে নেমেই সৌম্যকে হারাল বাংলাদেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিয়েছে স্কটল্যান্ড। ওমানের রাজধানী মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে স্কটিশরা। তবে রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি।
ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় মাত্র ৮ রানেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। ৫ বলে ৫ রান করেছেন তিনি। প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ২ ওভারে ১০ রান। লিটন দাস ৪ ও সাকিব ১ রানে ব্যাট করছেন।