শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র হাসপাতালে


ঝিনাইদহ সদরের কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজের এক শিশু ছাত্রকে পিটিয়ে আহত করেছে ক্লাসের অঙ্ক শিক্ষক।
ক্লাস চলাকালে উঠে দাঁড়ানোর ঘটনায় শিক্ষক কবির উদ্দিন ক্ষুব্ধ হয়ে বেত দিয়ে বেধড়ক মারপিট করে শিশু ছাত্র ইফতি কে। তার অবস্থা খারাপ হওয়ায় ঐ শিক্ষক নিজেই শিশু ছাত্রকে সদর হাসপাতালে ভর্তি করে আসে।
জেলা সদরের কাঞ্চন নগর মডেল স্কুল এন্ড কলেজে এটি ঘটেছে মঙ্গলবার বিকাল ৩টার দিকে।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশু ইফতি পায়ে, মাথায় ও হাতে প্রচন্ড ব্যাথা নিয়ে মায়ের কোলে ঘুম চোখে কাতরাচ্ছে। তার মা সেলিনা আক্তার জানায়, ক্লাসে অঙ্ক করে স্যারের দেখাতে গেলে স্যার উত্তেজিত হয়ে বলে’ তুই উঠলি কেন’ এর পরপরই তাকে স্কেল দিয়ে মারপিট শুরু করে।
ইফতির বাবা আজমুল হক শহরের আদর্শপাড়ার বাসিন্দা। তিনি জানান এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। এ ব্যাপারে রাতে অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।