পশ্চিমবঙ্গের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী মমতা বন্দোপাধ্যায়


মূখ্যমন্ত্রী পদে থাকতে হলে ভোটে জিততেই হবে, এমন চ্যালেঞ্জ খুব সহজেই উৎরে গেলেন মমতা বন্দোপাধ্যায়।
শুধু উৎরেই যাননি, বিপুল ব্যবধানে তৃতীয়বারের মত জয়ী হয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ হয় ৩০ সেপ্টেম্বর।
আজ রোববার সকাল থেকে চলে ভোট গণনা। এতে বিপুল ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্গা টিবরেওয়ালকে হারান তৃণমূল নেত্রী মমতা বন্দোপ্যাধ্যায়।
আনন্দ বাজার পত্রিকা জানিয়েছে, মোট ২১ রাউন্ডের সবকটির ভোট গণনা শেষে ৫৮ হাজার ৮শ ৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী।তার প্রাপ্ত ভোট সংখ্যা ৮৪ হাজারের বেশি। প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজারের বেশি ভোট।
এরআগে বিধানসভা নির্বাচনে নিজ আসন ছেড়ে তৃনমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় লড়েছিলেন পূর্ব মেদিনীপুরে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘরের আসনে।সেখানে ১ হাজার ৯শ ৫৬ ভোটে পরাজিত হন তিনি। তবু দল জিতলে তিনিই হন রাজ্যের মূখ্যমন্ত্রী।
সংবিধান অনুযায়ী মূখ্যমন্ত্রী হতে বাধা না থাকলেও শর্ত হলো ৫ নভেম্বরের মধ্যে কোনো আসনে তাকে ভোটে জিততে হবে।এজন্য মূখ্যমন্ত্রীর নিজ আসন ভবানীপুরে তৃণমূলের জয়ী প্রার্থী শোভন দেব পদত্যাগ করলে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনের দিন ঠিক হয়।