আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন


জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন থেকে দেশে ফেরার পর এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী। এতে সাধারণ অধিবেশনসহ তার সফর নিয়ে নানা প্রশ্নের উত্তর দেবেন তিনি।
আজ রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার বিকেল চারটায় সদ্য সমাপ্ত সফর নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় ফিনল্যান্ডের হেলসিংকি-ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফরসঙ্গীদের বহণকারী ফ্লাইট।