কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুই টি ইলেকট্রনিক্স দোকান পুড়ে ছাই


গাজীপুরের কালিয়াকৈরেভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ইলেকট্রনিক্স দোকান পুড়ে ছাই হয়েছে।
রবিবার সকালে উপজেলার মৌচাক মোল্লাপাড়া মাদ্রাসা মার্কেটের হিমেল ইলেকট্রনিক্স নামের দুইটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়,ওই দিন সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
মূহুর্তেই আগুন পার্শ্ববতি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে