টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৩:২২ পিএম, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ | ৫৬৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহত হয়েছে।
 
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
বিষয়টি টাঙ্গাইল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন হোসেন নিশ্চিত করেছেন।
 
নিহত মোটরসাইকেল চালক দেলদুয়ার উপজেলার বরটিয়া গ্রামের মোস্তফার ছেলে।

মো. নবীন হোসেন জানান, দুপুরের দিকে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিলো। করাতিপাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সজীব ও অজ্ঞাত পথচারী নিহত হয়। পরে তাদের উদ্ধার করে নিহতদের মর্গে ও আহত শাকিলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।