কালিয়াকৈরে ইয়াবাসহ গ্রেফতার ১

কালিয়াকৈর (গাজীপুর)সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৮ পিএম, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | ৩৮৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ খোরশেদ আলম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সফিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত যুবক খোরশেদ আলম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভবানীপুর (বালু ডাঙ্গা) এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

গাজীপুর ডিবি পুলিশের (এসআই) কমল সরকার জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৭০০পিচ ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানার মামলা প্রস্তুতি চলছে।