টাঙ্গাইলে করোনা আক্রান্তদের জন্য হেল্প সেন্টার উদ্বোধন


মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষন সেলের আহ্বায়ক ছাইদুল হক ছাদু বলেন, মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তায় টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান অস্থায়ী কার্যালয়ে করা হলেও হেল্প সেন্টারের সকল কার্যক্রম পরিচালনা করা হবে পাবলিক লাইব্রেরীর ২য় তলায়।
সেখান থেকে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত ডাক্তার, ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় সুরক্ষা সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। এবং কি হেল্প সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইলের সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ মতিন, জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ হেল কাফি শাহেদ, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।