টাইগারদের সিরিজ জয়


নিউজিল্যান্ডের দেওয়া ৯৩ টার্গেট পূরণে সিরিজ জয় হয়েছে টাইগারদের। আজ বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের ৬ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহর দল।
কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের। এর আগে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়াকে হারায় টাইগার দল। এ নিয়ে টানা তিন সিরিজ জয় করলেন সাকিবরা।
আজ সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। তবে, নাসুমের স্পিন তোপে শুরুর দিক থেকেই ধসে যেতে থাকে কিউই ব্যাটিং লাইন আপ। নাসুম ছাড়াও নিজের বোলিং স্পেলে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। দুজনেই চার উইকেট করে নিয়েছেন।
উল্লেখযোগ্য ব্যাপারে হলো, নাসুম নিজের বোলিং স্পেলে মেইডেন নিয়েছেন দুই ওভার। ১০ রানের বিপরীতে রাচীন রবীন্দ্র, ফিন অ্যালেন, হেনরি নিকোলাস ও কোলিনের উইকেট শিকার করেছেন তিনি। ৩ ওভার তিন বলে মাত্র ১২ রান দিয়ে উইল ইয়ং, টম ব্লান্ডেল, কোল ম্যাককনি ও টিকনারের উইকেট শিকার করেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন মেহেদি ও সাইফউদ্দিন।
ব্যাটিংয়ে নেমে কিউইদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন উইল ইয়ং (৪৬) ও টম লাথাম।
নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। প্রথমে ফিরে যান ওপেনার লিটন দাস। তিনে নেমে আজ ব্যর্থ হয়েছেন সাকিব। তবে, একপাশে রান তোলায় ব্যস্ত ছিলেন নাঈম শেখ। মুশফিক শূন্য রানে সাজঘরে ফেরেন।
মাত্র ৩২ রান তুলতেই তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। উইকেটে এসে মাহমুদউল্লাহ রিয়াদ নিজের স্বভাবচরিত নিয়মে খেলতে শুরু করেন। ৬৭ রানের মাথায় জোড়া রান নিতে গিয়ে রানআউট হন নাঈম। পাঁচে নেমে অধিনায়ককে সঙ্গ দেন আফিফ হোসেন ধ্রুব। তাকে নিয়েই সিরিজ জয় করেন রিয়াদ। টাইগার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ ৪৩ রান করে অপরাজিত ছিলেন।
দলের হয়ে দুই উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল। একটি উইকেট শিকার করেছেন ম্যাককনি।