মেয়ের হত্যাকারী স্বামী কাউন্সিলর মোর্শেদের বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৪ এএম, বুধবার, ২৫ আগস্ট ২০২১ | ৪৪১

টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে ওঠা তার দ্বিতীয় স্ত্রী সৈয়দা আমেনা পিংকি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের বাবা সৈয়দ শরিফ উদ্দিন।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

পিংকির বাবা লিখিত বক্তব্যে বলেন, কাউন্সিলর মোর্শেদের বাসার সামনে পরিবারের সদস্যদের নিয়ে বাসা ভাড়া থাকতাম আমি। এর সুযোগে ২০১২ সালে সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ, লম্পট আতিকুর রহমান মোর্শেদ আমার মেয়েকে তার লোকজন দিয়ে জোর করে অপহরণ করে। পরে ওই ওয়ার্ডের মোস্তফা কাজীর মাধ্যমে তাকে বিয়ে করে। পরবর্তীতে তাদের ঘরে এক কন্যা সন্তান মায়েশা জন্মগ্রহণ করে। মায়েশার বয়স এখন ৬ বছর। কিন্তু আমার মেয়েকে মোর্শেদ ও তার স্ত্রী এক মুহুর্তের জন্যও শান্তিতে থাকতে দেয়নি। তাকে প্রচুর মারধর আর মানসিক নির্যাতন করেছে। সেই সাথে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়েছে। এত কিছুর পরও আমরা ভয়ে কিছুই করতে পারিনি। ২০১৭ সালের ২৬ জানুয়ারী সহযোগী মুন্সি তারেক পটনের বাসায় রাতের দাওয়াত আছে বলে পিংকিকে নিয়ে যায় মোর্শেদ। এরপর আমার মেয়েকে নির্মম নির্যাতন করে হত্যা করাসহ তার লাশ গুম করে। আমি প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে আমার মেয়ের হত্যাকারী মোর্শেদের বিচার দাবি করছি।

আয়োজিত সংবাদ সম্মেলনে এডভোকেট ফায়েকুজ্জামান নাজিব ও মো. মুসাশেখ উপস্থিত ছিলেন।