টাঙ্গাইলে বিধি নিষেধ অমান্য করায় ২১ জনকে জরিমানা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৬:২২ পিএম, বুধবার, ৪ আগস্ট ২০২১ | ৪০১
টাঙ্গাইলে বিধি-নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ২১ জনকে সর্বমোট ৩৮ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
 
৪ আগস্ট বুধবার দুপুরে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ  আদালতের এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ খায়রুল ইসলাম জানান, সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।