নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল শিশু আসিফ লাশ!

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, সোমবার, ৫ জুলাই ২০২১ | ৪৪০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে লাশ পাওয়া গেছে আসিফ বাবু (৭) নামের এক শিশুর। কালিয়াকৈর থানা পুলিশ ৭ বছরের শিশুটির লাশ উদ্ধার করেছে।
 
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর পরিবার উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার সামাদ হাজীর বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।  
 
রবিবার (৪ জুলাই) সকালে তাদের সাত বছরের ছেলে আসিফ বাবু বাড়ি থেকে বের হয়। পরে সন্ধ্যায় শিশুটি বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে খোঁজে পাইনি। 
 
এলাকাবাসী সোমবার (৫ জুলাই) দুপুরে বাড়ী পাশে একটি পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে।  
 
কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান-উদ দৌলাহ জানান, পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।