মির্জাপুরে মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, সোমবার, ৬ এপ্রিল ২০২০ | ৪৮১

টাঙ্গাইলের মির্জাপুরের কুখ্যাত রাজাকার মাওলানা ওয়াদুদ হত্যার অন্যতম নায়ক  আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরু মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  

রোববার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মুক্তিযোদ্ধা নুরু মিয়া উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের মরহুম আমজাদ হোসেনের ছোট ছেলে এবং উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সোহেল রানার পিতা। 

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল সকাল সাড়ে দশটায় পোষ্টকামুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদাপ্রদান করা হয়। পরে বেলা ১১টায় মির্জাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে মির্জাপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ লিমিটেডের সভাপতি খান আহমেদ শুভ ও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।