টাঙ্গাইলে সাত দিনের কঠোর লকডাউন শুরু ( ভিডিও )

কোভিড-১৯ সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া সারাদেশের সাথে টাঙ্গাইল জেলায় এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
এবারের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ সেনাবাহিনী মাঠ থাকবে। এই সময়ে জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১ টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াকের নেতৃত্বে ১ প্লাটুন সেনাবাহিনী শহরে পরিদর্শন করে ।
এসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ক্যাপ্টেন ইসতিয়াক বলেন , মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, জরুরি কাজ ছাড়া বের হওয়া যাবেনা। লকডাউন সফল করতে সকল প্রকার ব্যবস্থা সেনাবাহিনী নিবে ।