টাঙ্গাইলে একদিনেই করোনায় ১৬জনের মৃত্যু 

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:৩৪ পিএম, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১ | ১২৯১

টাঙ্গাইলে হঠাৎ করে একদিনেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একই দিনে করোনা উপসর্গ নিয়ে আরো ৯জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ওয়ার্ডের আইসিইউতে ৪জন, করোনা ইউনিটিতে ৩জনের মৃত্যৃ হয়েছে। এছাড়া করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া আরো ৯জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া হাসপাতালটির করোনায় আক্রান্ত হয়ে ৩১জন এবং উপসর্গ নিয়ে আরো ৬০ রোগী করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীর স্বজনদের অভিযোগ, করোনা ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছে না। এছাড়া আইসিইউতে গ্যাসের সমস্যা রয়েছে। পর্যাপ্ত সিটের ব্যবস্থা না থাকায় মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে। 

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন বলেন, জেলায় গত ২৪ ঘন্টায় ৬২৮জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫৭জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় করোনা সংক্রমনের হার ৪০.৯২ শতাংশ। এছাড়া জেলায় চিকিৎসাধীন অবস্থায় ৭জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে আরো ৯জনের মৃত্যু হয়েছে। মৃতের অধিকাংশের বাড়ি টাঙ্গাইল সদরে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১১৫জন। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯৬৪ জন। সুস্থ হয়েছেন ৪৬৮৫ জন। হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৬৯০ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৫০৪ জন।

তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তিরা শেষ মুহুর্তে এসে হাসপাতালে গিয়ে ভর্তি হয়। এ কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। 

অপরদিকে ১ জুলাই সকাল থেকেই টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াকের নেতৃত্বে এক প্লাটুন সেনাবাহিনী শহরে টহল শুরু করেছেন। 

বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াক জানান , মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরী কাজ ছাড়া বের হওয়া যাবেনা। লকডাউন সফল করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে সেনাবাহিনী।