পরীমনির মামলায় মুচলেকা দিয়ে জামিন পেলেন নাসির ও অমি


বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে 'ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার' মামলায় জামিন পেয়েছেন প্রধান দুই আসামী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি।
পাঁচ হাজার টাকা মুচলেকা দিয়ে মামলার পরবর্তী শুনানির ধার্য তারিখ পর্যন্ত তাদের জামিন দিয়েছে আদালত।
নাসির উদ্দিন মাহমুদের আইনজীবী এএইচ ইমরুল কাওসার বিবিসিকে বলেছেন, ৮ই অগাস্ট পর্যন্ত জামিন দেয়া হয়েছে তাদের।
তাদের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা অন্য মামলায় জামিন হয়নি, ফলে এখনই মুক্তি পাচ্ছেন না তারা।
তবে মাদক আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন ৮ই জুলাইয়ের মধ্যে জমা দিতে বলেছে আদালত।
এ মাসের ১৪ই জুন চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি তাকে 'ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগে নাসির উদ্দিন মাহমুদসহ মোট ছয়জনের নামে সাভার থানায় একটি মামলা দায়ের করেন।
রপর ওইদিনই মামলার প্রধান আসামী নাসির উদ্দিন মাহমুদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এ সময় মি. মাহমুদের বাসা থেকে মাদক উদ্ধারও করা হয়।
এরপর দুই দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে ১৩ই জুন রাতে প্রথমে একটি ফেসবুক স্ট্যাটাস ও পরে সংবাদ সম্মেলন করে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন পরীমনি।
প্রায় এক দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি।